পোস্টগুলি

হানাফীয়া ফাউন্ডেশনের ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী আজ। হাফা অনলাইন

ছবি
হানাফীয়া ফাউন্ডেশনের ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী আজ।

উদ্ধার করা হয়েছে আব্দুর রাজজাক হানাফীর হ্যাকড হওয়া ফেসবুক আইডি | হাফা অনলাইন

ছবি
উদ্ধার করা হয়েছে আব্দুর রাজজাক হানাফীর হ্যাকড হওয়া ফেসবুক আইডি | হাফা অনলাইন  গত ১৯/এপ্রিল/১৯ তারিখে হ্যাকড হওয়া আব্দুর রাজজাক রাজজাক হানাফীর আইডি উদ্ধার করা হয়েছে। বর্তমানে আইডির মালিকানা তার হাতে রয়েছে। কারা বা কী উদ্দেশ্য আইডিটি হ্যাক করেছিল তা জানা যায়নি। 

আব্দুর আব্দুর রাজজাক হানাফীর ফেসবুক আইডি হ্যাকড | হাফা অনলাইন

ছবি
আব্দুর রাজজাক হানাফীর ফেসবুক আইডি হ্যাকড। আব্দুর আব্দুর রাজজাক হানাফীর ফেসবুক আইডি হ্যাক করা হয়েছে।  তার ব্যবহৃত  A.r. Hanafi  ফেসবুক আইডিটি হ্যাকারদের দখলে রয়েছে। ইতোমধ্যে পুনরুদ্ধারের জন্য কাজ চলছে। আইডি ফিরে পাওয়া গেলে পরবর্তী বিজ্ঞপ্তিতে জানানো হবে। এর মধ্যবর্তী সময়ে কোনো অযাচিত পোস্ট বা ম্যাসেজ থেকে বিরত থাকতে সবার প্রতি আহ্বান জানানো হচ্ছে। () প্রচার ও প্রকাশ বিভাগ হানাফীয়া ফাউন্ডেশন বাংলাদেশ

হানাফীয়া ফাউন্ডেশন বাংলাদেশ'র ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী আজ | হাফা অনলাইন

ছবি
হানাফীয়া ফাউন্ডেশন বাংলাদেশ'র ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী আজ। হানাফীয়া ফাউন্ডেশন বাংলাদেশ'র ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী আজ। ২০১৩ সালের ১১ই ডিসেম্বর সুনির্দিষ্ট ৫টি কর্মসূচির লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত হয় হানাফীয়া ফাউন্ডেশন বাংলাদেশ।  হানাফীয়া ফাউন্ডেশন বাংলাদেশ'র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। () প্রচার ও প্রকাশনা বিভাগ হানাফীয়া ফাউন্ডেশন বাংলাদেশ

হানাফীয়া ফাউন্ডেশন বাংলাদেশ এর ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মাননীয় চেয়ারম্যান মহোদয়ের বাণী | হাফা অনলাইন

ছবি
হানাফীয়া ফাউন্ডেশন বাংলাদেশ এর ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মাননীয় চেয়ারম্যান মহোদয়ের বাণীঃ- হানাফীয়া ফাউন্ডেশন বাংলাদেশ আজ ৫ বছর পূরণ করলো এবং ৬ষ্ঠ বছরে পদার্পন করলো জেনে আমি আনন্দিত। ২০১৩ সালের আজকের এই দিনে সুনির্দিষ্ট পাঁচটি কর্মসূচির লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত হয়েছিল হানাফীয়া ফাউন্ডেশন বাংলাদেশ। অনেক প্রতিকূল পরিস্থিতি বন্দুর পথ পারি দিয়ে আজ হানাফীয়া ফাউন্ডেশন এই পর্যায়ে পৌছেছে। আমরা চেষ্টা করেছি সাধারণ মানুষের পাশে থাকতে তাদের সাহায্য করতে, হয়তো ইচ্ছা থাকা সত্ত্বেও ফান্ডের অভাবে সব কাজ করতে পারি নাই। আমাদের লক্ষ্য নিজেদের পরিচিতি নয় আমাদের লক্ষ্য সমাজের পিছিয়ে পরা লোকজনদের কিভাবে সমাজের মূল শ্রোতধারায় নিয়ে আসা যায়, আর এ কাজ আমাদের অব্যাহত ভাবে চলবে ইনশাল্লাহ। পরিশেষে, আজকে হানাফীয়া ফাউন্ডেশন বাংলাদেশ এর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। বাংলাদেশ চিরজীবী হোক। () প্রচার ও প্রকাশনা বিভাগ হানাফীয়া ফাউন্ডেশন বাংলাদেশ

আব্দুর রাজজাক হানাফীর ছবি বিভিন্ন জায়গায় ব্যবহার প্রসঙ্গে | হাফা অনলাইন

ছবি
আব্দুর রাজজাক হানাফীর ছবি বিভিন্ন জায়গায় ব্যবহার প্রসঙ্গে। লক্ষ্য করা যাচ্ছে কিছু ব্যক্তি বা গোষ্ঠী হয়তো উদ্দেশ্য প্রনোদিত হয়ে জনাব আব্দুর রাজজাক হানাফীর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন জায়গায় ছড়াচ্ছে যা অবশ্যই গর্হিত কাজ। এসব কাজের সাথে যারা জড়িত তাদেরকে এসব কাজ হতে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। জনাব আব্দুর রাজজাক হানাফীর নিজ্বস্ব ব্লগ www.arazzakh.blogspot.com ফেসবুক আইডি fb.com/hanafi.bsc.Zoology ফেসবুক পেইজ fb.com/marazzakhanafi . এবং টুইটার twitter.com/marazzakhanafi ছাড়া আর কোনো ব্লগ, ফেসবুক আইডি, পেইজ এবং টুইটার একাউন্ট ছাড়া আর কোনো একাউন্ট নেই। সুতরাং এবং ছাড়া অন্য কোথায়ও প্রকাশিত বক্তব্য হানাফীর বক্তব্য বলে বিবেচ্য হবে না। () প্রচার ও প্রকাশনা বিভাগ হানাফীয়া ফাউন্ডেশন বাংলাদেশ

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ১৪৪০ ঈসায়ী উপলক্ষে আবদুর রাজজাক হানাফী নিম্নোক্ত বাণী দিয়েছেন | হাফা অনলাইন

ছবি
সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) পালিত হচ্ছে জেনে আমি আনন্দিত। আল্লাহ তায়ালা পবিত্র কুরআনুল কারীমের সূরা ইউনুসের ৫৮ নং আয়াতে বলেছেন قُلۡ بِفَضۡلِ اللّٰہِ وَ بِرَحۡمَتِہٖ فَبِذٰلِکَ فَلۡیَفۡرَحُوۡا ؕ ہُوَ  خَیۡرٌ  مِّمَّا  یَجۡمَعُوۡنَ ﴿۵۸﴾ হে নবী আপনি বলুন - তাদের নিকট যদি আমার রহমত পৌছায় তবে তারা যেন আনন্দ করে আর এটি সব আমলের চেয়ে শ্রেষ্ঠ। রহমত সম্পর্কে আল্লাহ বলেন وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا رَحْمَةً لِلْعَالَمِينَ আর আমি সমস্ত কিছুর সামনে আপনি নবীকে রহমত হিসেবে প্রেরণ করাছি। যেহেতু রহমত আসলে আনন্দ করার কথা বলা হয়েছে আর রহমত নবী তাই নবীর জন্মদিন উপলক্ষে আনন্দ করা প্রতিটি বান্দার ঈমানী দায়িত্ব। ১২ ই রাবিউল আওয়ালে আল্লাহর নবী সাঃ দুনিয়ার জমিনে আসার দিন কে বলা হয় ঈদে মিলাদুন্নবী (সাঃ)। আল্লাহ তায়ালা আমাদের সকলকে ঈদে মিলাদুন্নবী (সাঃ) যথাযোগ্য মর্যদায় পালন করার তৌফিক দান করুন এবং বিদায়াত মুক্ত আমল করার তৌফিক দান করুন আমিন বি ওয়াসিলাতিন নাবি (সঃ) ইয়া রাব্বাল আলামিন। () প্রচার ও প্রকাশনা বিভাগ হানাফীয়...