পোস্টগুলি

নভেম্বর, ২০১৮ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ১৪৪০ ঈসায়ী উপলক্ষে আবদুর রাজজাক হানাফী নিম্নোক্ত বাণী দিয়েছেন | হাফা অনলাইন

ছবি
সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) পালিত হচ্ছে জেনে আমি আনন্দিত। আল্লাহ তায়ালা পবিত্র কুরআনুল কারীমের সূরা ইউনুসের ৫৮ নং আয়াতে বলেছেন قُلۡ بِفَضۡلِ اللّٰہِ وَ بِرَحۡمَتِہٖ فَبِذٰلِکَ فَلۡیَفۡرَحُوۡا ؕ ہُوَ  خَیۡرٌ  مِّمَّا  یَجۡمَعُوۡنَ ﴿۵۸﴾ হে নবী আপনি বলুন - তাদের নিকট যদি আমার রহমত পৌছায় তবে তারা যেন আনন্দ করে আর এটি সব আমলের চেয়ে শ্রেষ্ঠ। রহমত সম্পর্কে আল্লাহ বলেন وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا رَحْمَةً لِلْعَالَمِينَ আর আমি সমস্ত কিছুর সামনে আপনি নবীকে রহমত হিসেবে প্রেরণ করাছি। যেহেতু রহমত আসলে আনন্দ করার কথা বলা হয়েছে আর রহমত নবী তাই নবীর জন্মদিন উপলক্ষে আনন্দ করা প্রতিটি বান্দার ঈমানী দায়িত্ব। ১২ ই রাবিউল আওয়ালে আল্লাহর নবী সাঃ দুনিয়ার জমিনে আসার দিন কে বলা হয় ঈদে মিলাদুন্নবী (সাঃ)। আল্লাহ তায়ালা আমাদের সকলকে ঈদে মিলাদুন্নবী (সাঃ) যথাযোগ্য মর্যদায় পালন করার তৌফিক দান করুন এবং বিদায়াত মুক্ত আমল করার তৌফিক দান করুন আমিন বি ওয়াসিলাতিন নাবি (সঃ) ইয়া রাব্বাল আলামিন। () প্রচার ও প্রকাশনা বিভাগ হানাফীয়...