পোস্টগুলি

ডিসেম্বর, ২০১৮ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

হানাফীয়া ফাউন্ডেশন বাংলাদেশ'র ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী আজ | হাফা অনলাইন

ছবি
হানাফীয়া ফাউন্ডেশন বাংলাদেশ'র ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী আজ। হানাফীয়া ফাউন্ডেশন বাংলাদেশ'র ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী আজ। ২০১৩ সালের ১১ই ডিসেম্বর সুনির্দিষ্ট ৫টি কর্মসূচির লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত হয় হানাফীয়া ফাউন্ডেশন বাংলাদেশ।  হানাফীয়া ফাউন্ডেশন বাংলাদেশ'র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। () প্রচার ও প্রকাশনা বিভাগ হানাফীয়া ফাউন্ডেশন বাংলাদেশ

হানাফীয়া ফাউন্ডেশন বাংলাদেশ এর ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মাননীয় চেয়ারম্যান মহোদয়ের বাণী | হাফা অনলাইন

ছবি
হানাফীয়া ফাউন্ডেশন বাংলাদেশ এর ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মাননীয় চেয়ারম্যান মহোদয়ের বাণীঃ- হানাফীয়া ফাউন্ডেশন বাংলাদেশ আজ ৫ বছর পূরণ করলো এবং ৬ষ্ঠ বছরে পদার্পন করলো জেনে আমি আনন্দিত। ২০১৩ সালের আজকের এই দিনে সুনির্দিষ্ট পাঁচটি কর্মসূচির লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত হয়েছিল হানাফীয়া ফাউন্ডেশন বাংলাদেশ। অনেক প্রতিকূল পরিস্থিতি বন্দুর পথ পারি দিয়ে আজ হানাফীয়া ফাউন্ডেশন এই পর্যায়ে পৌছেছে। আমরা চেষ্টা করেছি সাধারণ মানুষের পাশে থাকতে তাদের সাহায্য করতে, হয়তো ইচ্ছা থাকা সত্ত্বেও ফান্ডের অভাবে সব কাজ করতে পারি নাই। আমাদের লক্ষ্য নিজেদের পরিচিতি নয় আমাদের লক্ষ্য সমাজের পিছিয়ে পরা লোকজনদের কিভাবে সমাজের মূল শ্রোতধারায় নিয়ে আসা যায়, আর এ কাজ আমাদের অব্যাহত ভাবে চলবে ইনশাল্লাহ। পরিশেষে, আজকে হানাফীয়া ফাউন্ডেশন বাংলাদেশ এর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। বাংলাদেশ চিরজীবী হোক। () প্রচার ও প্রকাশনা বিভাগ হানাফীয়া ফাউন্ডেশন বাংলাদেশ

আব্দুর রাজজাক হানাফীর ছবি বিভিন্ন জায়গায় ব্যবহার প্রসঙ্গে | হাফা অনলাইন

ছবি
আব্দুর রাজজাক হানাফীর ছবি বিভিন্ন জায়গায় ব্যবহার প্রসঙ্গে। লক্ষ্য করা যাচ্ছে কিছু ব্যক্তি বা গোষ্ঠী হয়তো উদ্দেশ্য প্রনোদিত হয়ে জনাব আব্দুর রাজজাক হানাফীর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন জায়গায় ছড়াচ্ছে যা অবশ্যই গর্হিত কাজ। এসব কাজের সাথে যারা জড়িত তাদেরকে এসব কাজ হতে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। জনাব আব্দুর রাজজাক হানাফীর নিজ্বস্ব ব্লগ www.arazzakh.blogspot.com ফেসবুক আইডি fb.com/hanafi.bsc.Zoology ফেসবুক পেইজ fb.com/marazzakhanafi . এবং টুইটার twitter.com/marazzakhanafi ছাড়া আর কোনো ব্লগ, ফেসবুক আইডি, পেইজ এবং টুইটার একাউন্ট ছাড়া আর কোনো একাউন্ট নেই। সুতরাং এবং ছাড়া অন্য কোথায়ও প্রকাশিত বক্তব্য হানাফীর বক্তব্য বলে বিবেচ্য হবে না। () প্রচার ও প্রকাশনা বিভাগ হানাফীয়া ফাউন্ডেশন বাংলাদেশ