হত্যার হুমকি দেয়া হয়েছে আব্দুর রাজজাক হানাফীকে।

হত্যার হুমকি দেয়া হয়েছে আব্দুর রাজজাক হানাফীকে।

হত্যার হুমকি দেয়া হয়েছে  হানাফীয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুর রাজজাক হানাফীকে।  গতকাল তার অফিসিয়াল ফেসবুক পেইজের পোস্টে কমেন্ট করে এই হুমকি দেয়া হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মুজাম্মেল নামক এই ব্যক্তি কোনো জঙ্গি সংগঠনের সাথে সম্পৃক্ত থাকতে পারেন। কারণ আব্দুর রাজজাক হানাফী তিনি সবসময় জঙ্গিবাদের বিরুদ্ধে কথা বলে থাকেন। মাননীয় চেয়ারম্যান মহোদয়কে হত্যার হুমকির তীব্র নিন্দা জানাই এবং এর বিচারের দাবী জানাচ্ছি।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বাংলা নববর্ষ ১৪২৫ উপলক্ষে হানাফীর শুভেচ্ছা | হাফা অনলাইন

উদ্ধার করা হয়েছে আব্দুর রাজজাক হানাফীর হ্যাকড হওয়া ফেসবুক আইডি | হাফা অনলাইন

হত্যার হুমকি: জিডি করেছেন আব্দুর রাজজাক হানাফী।