আব্দুর আব্দুর রাজজাক হানাফীর ফেসবুক আইডি হ্যাকড | হাফা অনলাইন
আব্দুর রাজজাক হানাফীর ফেসবুক আইডি হ্যাকড।
আব্দুর আব্দুর রাজজাক হানাফীর ফেসবুক আইডি হ্যাক করা হয়েছে।
তার ব্যবহৃত A.r. Hanafi ফেসবুক আইডিটি হ্যাকারদের দখলে রয়েছে। ইতোমধ্যে পুনরুদ্ধারের জন্য কাজ চলছে। আইডি ফিরে পাওয়া গেলে পরবর্তী বিজ্ঞপ্তিতে জানানো হবে। এর মধ্যবর্তী সময়ে কোনো অযাচিত পোস্ট বা ম্যাসেজ থেকে বিরত থাকতে সবার প্রতি আহ্বান জানানো হচ্ছে।
()
প্রচার ও প্রকাশ বিভাগ
হানাফীয়া ফাউন্ডেশন বাংলাদেশ
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন