হত্যার হুমকি: জিডি করেছেন আব্দুর রাজজাক হানাফী।

হত্যার হুমকির জন্য জিডি করেছেন আব্দুর রাজজাক হানাফী।

হত্যার হুমকির জন্য মানিকগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন হানাফীয়া ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান আব্দুর রাজজাক হানাফী। আজ দুপুরে তিনি মানিকগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ জনাব হাবীবুল্লাহ সরকার 'র কাছে হুমকির বিষয়টি জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন করেন।

উল্লেখ্য, গত ৩০/০৬/১৭ তারিখে আব্দুর রাজজাক হানাফীকে তার অফিসিয়াল ফেসবুকে করা পোস্টে হত্যার হুমকি দেয় মোজাম্মেল নামক এক ব্যক্তি।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বাংলা নববর্ষ ১৪২৫ উপলক্ষে হানাফীর শুভেচ্ছা | হাফা অনলাইন

উদ্ধার করা হয়েছে আব্দুর রাজজাক হানাফীর হ্যাকড হওয়া ফেসবুক আইডি | হাফা অনলাইন