আব্দুর রাজজাক হানাফীর ছবি বিভিন্ন জায়গায় ব্যবহার প্রসঙ্গে | হাফা অনলাইন

আব্দুর রাজজাক হানাফীর ছবি বিভিন্ন জায়গায় ব্যবহার প্রসঙ্গে।

লক্ষ্য করা যাচ্ছে কিছু ব্যক্তি বা গোষ্ঠী হয়তো উদ্দেশ্য প্রনোদিত হয়ে জনাব আব্দুর রাজজাক হানাফীর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন জায়গায় ছড়াচ্ছে যা অবশ্যই গর্হিত কাজ। এসব কাজের সাথে যারা জড়িত তাদেরকে এসব কাজ হতে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। জনাব আব্দুর রাজজাক হানাফীর নিজ্বস্ব ব্লগ www.arazzakh.blogspot.com
ফেসবুক আইডি fb.com/hanafi.bsc.Zoology
ফেসবুক পেইজ fb.com/marazzakhanafi.
এবং টুইটার twitter.com/marazzakhanafi

ছাড়া আর কোনো ব্লগ, ফেসবুক আইডি, পেইজ এবং টুইটার একাউন্ট ছাড়া আর কোনো একাউন্ট নেই। সুতরাং এবং ছাড়া অন্য কোথায়ও প্রকাশিত বক্তব্য হানাফীর বক্তব্য বলে বিবেচ্য হবে না।

()
প্রচার ও প্রকাশনা বিভাগ
হানাফীয়া ফাউন্ডেশন বাংলাদেশ

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

স্বাধীনতার ৪৭ বছর ; শুভেচ্ছা জানিয়েছেন হানাফী | হাফা অনলাইন

নেপালে বাংলাদেশের বিমান বিধ্বস্ত হানাফীর গভীর শোক | হাফা অনলাইন